FBS Test কি? কেন এই টেষ্টটি করব?
FBS TEST
FBS এর পূর্ণরুপ : Fasting Blood Sugar. এটি মূলত ডায়বেটিসের একটি টেষ্ট। ডায়বেটিস রোগীদের চিকিৎসার জন্য ডাক্তারগন তাদের চিকিৎসাপত্রে এ টেষ্টটি দিয়ে থাকে। সচারচর যেকোন ডায়াগনস্টিকেই এ টেষ্টটি করা যায়। সাধারনত ডায়াবেটিস, প্রিডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস (গর্ভাবস্থায়) পরীক্ষা করার জন্য চিকিৎসকগন এ টেষ্টটি দিয়ে থাকেন।
FBS Test কিভাবে করবেন?
টেষ্টটি করার জন্য সাধারনত ৮ থেকে ১২ ঘন্টা খালিপেটে থাকতে হয়। তবে ডায়বেটিস টেষ্টের জন্য সকাল বেলার খালিপেটে ব্লাড স্যাম্পল দিলেই সব থেকে ভালো। এতে ডায়বেটিসের রিপোর্ট যথাযথভাবে আসে।
কখন FBS Test করবেন:-
- একজন ব্যাক্তি তার শরীরে ডায়বেটিস আছে কিনা তা না জানতে পারে। এজন্য প্রত্যেক মানুষের উচিত প্রতি বছর কিছু পরীক্ষা করা যাতে সে তার শরীরের কন্ডিশন জানতে পারে। বার্ষিক পরীক্ষার মধ্যে থাকতে পারে ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষাটি। এর মাধ্যমে সে জেনে নিতে পারবে তার শরীরে খালিপেটে ডায়াবেটিস আছে কিনা।
- গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থার হরমোনগুলি ডায়াবেটিস সৃষ্টি করছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এই টেষ্টটি করা যেতে পারে।
- এছাড়া যখন একজন ব্যক্তির পূর্বে কোন সময় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এখন তা কেমন আছে তা জানার জন্য FBS Test করা যেতে পারে।
রক্তের গ্লকোজ কিভাবে কাজ করে?
ব্লাড সুগার বা গ্লকোজ হল আপনার রক্তে পাওয়া প্রধান চিনি। আপনি যখন খান বা পান করেন, তখন আপনার শরীর খাদ্যের কার্বোহাইড্রেট বা তরলকে শক্তির জন্য চিনিতে ভেঙ্গে ফেলে। তারপর আপনার অগ্ন্যাশয় ইনসুলিন নামক একটি হরমোন তৈরি করে, যা রক্তে শর্করাকে আপনার শরীরের কোষে প্রবেশ করতে সাহায্য করে। এটি পরবর্তীতে ব্যবহারের জন্য আপনার শরীরকে রক্তে শর্করা সংরক্ষণ করতেও সাহায্য করে। কোষগুলি রক্তে শর্করা ব্যবহার করে, রক্তে গ্লুকোজ এবং ইনসুলিনের মাত্রা হ্রাস পায়।
কিন্তু ডায়াবেটিসের সাথে আপনার শরীরে গ্লকোজ নিয়ন্ত্রণে সমস্যা হয়। হয় আপনার অগ্ন্যাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না, অথবা আপনার শরীর কার্যকরভাবে ইনসুলিন প্রক্রিয়া করে না। তাই আপনার রক্তে চিনির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। এবং আপনার রক্তে প্রচুর গ্লুকোজ আপনার শরীরের জন্য খারাপ।
FBS Test পরীক্ষা আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে যখন আপনি সকালে কিছু না খেয়ে থাকেন। যার মাধ্যমে আপনার খালিপেটে ডায়বেটিসের মাত্র জানা যায়।
FBS Test রক্তে শর্করার পরীক্ষা সঙ্গে কোন ঝুঁকি আছে?
এটি একটি খুব সাধারণ রক্ত পরীক্ষা এবং নিরাপদ পরীক্ষা, যার প্রায় কোনও জটিলতার সম্ভাবনা নেই।
FBS Test এর মাত্র:-
- 99 mg/dL বা কম: এটি একজন রোগীর শরীরে স্বাভাবিক খালিপেটে থাকতে পারে এমন পরিমাপ।
- 100-125 mg/dL: এই পরিসরে রক্তে শর্করার খালিপেটে সাধারণত প্রিডায়াবেটিস নির্দেশ করে। এর মানে হল আপনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু ডায়াবেটিস হিসাবে শ্রেণীবদ্ধ করার মতো যথেষ্ট নয়।
- 126 mg/dL বা তার বেশি: এটি উচ্চ রক্তে শর্করার ইঙ্গিত দেয়, যা ডায়াবেটিসের প্রধান লক্ষণ।